নভোএয়ার ভিক্টোরি-ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃহস্পতিবার থেকে আর্মি গলফ ক্লাবে তিন দিনব্যাপি  “৪র্থ নভোএয়ার ভিক্টোরি ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫” শুরু হয়েছে। শনিবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী।

এ সময় নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, আর্মি গলফ ক্লাব ও নভোএয়ার-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে দেশি ও বিদেশিসহ সর্বমোট ৫৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

গলফারদের জন্য রয়েছে ট্রফিসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। আগামী ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নভোএয়ার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে বিগত চার বছর যাবত বিজয় দিবস টুর্নামেন্টের আয়োজন করে আসছে । এছাড়াও নভোএয়ার দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধুলায় ও পৃষ্ঠপোষকতা করে আসছে।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।