বিএসএমএমইউ প্রো-ভিসিকে বরিশালে সংবর্ধনা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র নবনিযুক্ত প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আয়োজনে শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল ও সম্মানিত প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ডা. ভাস্কর সাহা।
বক্তব্য রাখেন বরিশাল বিএমএ শাখার সভাপতি ডা. ইশতিয়াক হোসেন, বরিশাল স্বাচিপ শাখার সভাপতি ডা. কামরুল ইসলাম সেলিম, বিএসএমএমইউ’র চিকিৎসক ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. বশির আহমেদ জয়, ডা. তারিক মেহেদী পারভেজ, ডা. মুহিতুর রহমান, ডা. ইন্দ্রজিৎ কুমার কুণ্ডু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল বিএমএ শাখার সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহীন।
প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন, উচ্চতর কোর্সসমূহ চালু ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তারা বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত তথা দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে প্রো-ভিসি নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ও কতৃজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শারফুদ্দিন আহমেদ বরিশাল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রলীগ সভাপতি।
এমইউ/এসএইচএস/আরআইপি