সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৫০
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) চালানো তিনটি ট্রাকবোমা হামলায় ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮০ জন। ওই অঞ্চলের কুর্দি যোদ্ধাদের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাসাকা প্রদেশে কুর্দি ওয়াইপিজি বিদ্রোহীরা মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। ওয়াইপিজি বিদ্রোহীদের মুখপাত্র রেদুর জেলিল বলেন, আইএস জঙ্গিরা তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে। এর মধ্যে অন্তত দুইটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা। হাসপাতাল, মার্কেট ও একটি আবাসিক এলাকায় এ হামলা চালিয়েছে আইএস। হামলায় অন্তত ৫০ থেকে ৬০ জন নিহত হয়েছে।
পরে আইএস এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে। কুর্দি যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে আইএসের জঙ্গিরা পৃথকভাবে তিনটি ট্রাকে করে ওই হামলা চালিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ হামলায় ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।
এসআইএস/এমএস