জাবির বায়োটেকনোলজি বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বায়োটেকনোলজি : রিসেন্ট অ্যাডভান্সেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সেমিনার এর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, বর্তমান শতক জীব এবং তথ্যপ্রযুক্তির। এ দু’টি ক্ষেত্রে উৎকর্ষ সাধন, মানুষের কল্যাণে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। প্রধান অতিথি সেমিনার থেকে জীববিজ্ঞান গবেষণায় নতুন জ্ঞানের সন্ধ্যান মিলবে বলে আশাবাদব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান।
 
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পল মিলনার, অধ্যাপক ড. নিকোলা স্টোনহাউজ ও ড. ডারেন টমলিনসন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

হাফিজুর রহমান/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।