রোহিঙ্গা নির্যাতনে ওবামার উদ্বেগ প্রকাশ


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৪

মায়ানমারের রাখাইন রাজ্যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র এখনো গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার মায়ানমারের রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভাষণ বক্তৃতায় বারাক ওবামা রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের অবস্থার কথা তুলে ধরেন।

তিনি বলেন,রাখাইন রাজ্যে জাতিগত সংখ্যালঘুদের বৈষম্য এবং নির্যাতনের মধ্যে দিন কাটাতে হচ্ছে। রাখাইন রাজ্যে অনেক বছর ধরে মুসলিম রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে। জাতিগত সংখ্যালঘু এবং সাংবাদিকরাও আক্রমণের শিকার হচ্ছে । এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

ওবামা বলেন,  যুক্তরাষ্ট্র মায়ানমারকে এমন একটি দেশ হিসেবে দেখতে চায়, যেখানে রাজনৈতিক কর্মী ও সংবাদমাধ্যম স্বাধীন এবং জাতিগত সংখ্যালঘুরা নির্ভয়ে বাস করতে পারে।

এর আগে তিনি এক সংবাদ সম্মেলনে দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সাথে সাক্ষাৎ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।