ফিলিপাইনে সেনা-বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ১৪
ফিলিপাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপ আবু সায়াফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে পাঁচজন সেনা সদস্য রয়েছে। এ ছাড়া ২৬ জন সেনা আহত হয়েছে।
দেশটির সামরিক বাহিনী বলেছে, শুক্রবার জোলো দ্বীপে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি বহর সেখানকার বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালালে সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। গত এক মাসের মধ্যে এটিই সেনাবাহিনীর প্রথম অভিযান।
সেনাবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন রোয়েনা মুয়েলা জানান, সেনা সদস্যরা চার ঘণ্টা অভিযান চালিয়ে নয় বিদ্রোহীকে হত্যা করেছে। এতে পাঁচ সেনা নিহত ও ২৬ সেনা আহত হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানের দেশ ফিলিপাইনে আবু সায়াফ মুসলমানদের একটি সংগঠন। দীর্ঘদিন যাবৎ তারা দেশটির দক্ষিণ অঞ্চলে নিজেদের স্বায়ত্বশাসনের জন্য সংগ্রাম করে আসছে। দেশটির বৃহৎ মুসলিম সংগঠন মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে মার্চ মাসে সরকার শান্তি চুক্তি সই করেছে। - রয়টার্স