তুরস্কের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানাচ্ছে ইরাক


প্রকাশিত: ০৭:১১ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

ইরাকি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সৈন্য মোতায়েনের জেরে তুরস্কের বিরুদ্ধে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে যাচ্ছে দেশটি। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ ব্যাপারে উদ্যোগ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী তার দেশে তুরস্কের সেনা মোতায়েনের বিষয়কে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইরাকি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সৈন্য মোতায়েন করছে তুরস্ক। এটি সার্বভৌমত্বের লঙ্ঘন।

হায়দার আল আবাদি বিবৃতিতে বলেন, ইরাক থেকে তুর্কি সেনা প্রত্যাহার করতে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানাচ্ছি। এর আগে তুরস্কের একজন কর্মকর্তা ইরাক সফর করে এ সংকট সমাধানের চেষ্টা করেন। তবে ইরাক বলছে, এ সংকট সমাধানে ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিতে হবে তুরস্ককে।

এদিকে ইরাকের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল শিসতানি তুরস্কের সৈন্য মোতায়েনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, দুই দেশের সরকারের সমঝোতা ছাড়া সন্ত্রাস দমনে কোনো দেশেরই অন্য দেশে সেনা মোতায়েন করা উচিত নয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।