কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কোনো ধরনের নির্বাচনী প্রচারে অংশ নেননি বলে জানিয়েছ তথ্য মন্ত্রণালয়। শুক্রবার তথ্যমন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পত্রিকায় প্রকাশিত আসন্ন পৌর নির্বাচনের প্রচারে অংশ নেয়া সংক্রান্ত প্রতিবেদনের ওপর তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছে।

এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৪ ডিসেম্বর শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাষাসৈনিক শামছুল হক চত্বরে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত পথসভায় যে বক্তব্য রাখেন, সেখানে পৌর নির্বাচন সংক্রান্ত কোনো বক্তব্য ছিল না।

মহান বিজয় দিবসের ওপর তথ্যমন্ত্রীর সাত মিনিটের এ সংক্ষিপ্ত বক্তৃতার সময় অন্য কোনো মন্ত্রীও সেখানে ছিলেন না, এমনকি আসন্ন পৌর নির্বাচনের কোনো প্রার্থীও মঞ্চে ছিলেন না। ফলে তথ্যমন্ত্রীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সম্যক অবগত এবং বিধিবিধানের প্রতি পূর্ণশ্রদ্ধাশীল। আমার দ্বারা যেহেতু কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন’।

এসএ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।