জি-২০ সম্মেলন : বালিতে মাথা গুজে প্রতিবাদ


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৪

জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতৃবৃন্দ যথাযথ ভূমিকা না রাখায় এক অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। উটপাখির মত বালিতে মাথা গুজে প্রায় ২ শতাধিক মানুষ দেশেটির বনদি সাগর সৈকতে বৃহস্পতিবার এই বিচিত্র বিক্ষোভের আয়োজন করেন।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ব্রিসবনে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন দেশের নেতারা। শিল্পোন্নত দেশগুলোর এই সম্মেলনের বিরুদ্ধেই প্রতিবাদ জানায় গ্রিন পিসের কর্মীরা। সম্মেলনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোনো ইস্যু না থাকায় সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটও।

ইডেন তেহান নামের এক বিক্ষোভকারী জানান, জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যাবোট জলবায়ু সমস্যাটি উত্থাপণ করতে ব্যর্থ হয়েছেন। অথচ এটিই এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির নেতারাও অংশ নিচ্ছেন। শনিবার থেকে ব্রিসবন শহরে দু`দিনের এ সম্মেলন শুরু হতে যাচ্ছে। -বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।