মন্দিরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


প্রকাশিত: ০৭:২৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসকন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজতি এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় রাস্তায় বসে তারা বিক্ষোভ প্রকাশ করেন। ফলে কিছুক্ষণ জাতীয় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বক্তারা বলেন, ‘সম্প্রতি ফরিদপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল দিনাজপুরে ইসকন মন্দিরে হামলা ও ইসকন সভাপতি রবীন্দ্র রায়কে হত্যার চেষ্টা করা হয়েছে।

Iskon

তারা বলেন, প্রতিদিনই কোন না কোন স্থানে হিন্দুদের মঠ মন্দিরে হামলা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটছে। কিন্তু বরাবরের মতো সরকার অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

প্রত্যেকটি হামলার ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, একের পর এক মসজিদ-মন্দিরে হামলা অব্যাহত রয়েছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক, ইসকন এর গৌর দাস ব্রম্মচারীসহ  সংগঠনগুলোর সদস্যরা অংশ নেয়।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।