আফগানিস্তানের বিমানবন্দরে তালেবান হামলায় নিহত ৫০


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের বিমানবন্দরে তালেবান হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে ১০ জন সেনা ও দু জন পুলিশ রয়েছে। বাকি ৩৮ জন বেসামরিক ব্যক্তি। এছাড়া বিবৃতিতে জানানো হয়েছে, তালেবান হামলায় ১৭ সেনাসহ মোট ৩৭ জন আহত হয়েছে।

পশ্চিমা এক প্রত্যক্ষদর্শী বলেন, দক্ষিণাঞ্চলে কোনো সামরিক স্থাপনার ওপর আমাদের দেখা এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি।
 
এর আগে, মঙ্গলবার শেষ বেলায় ১১ তালেবান যোদ্ধা কান্দাহারের সুরক্ষিত ন্যাটো বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে পণবন্দী করে। তবে আফগান নিরাপত্তা বাহিনী সে হামলা প্রতিহত করে এবং সব তালেবান মারা যায়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।