ঝাড়ু হাতে তানজানিয়ার প্রেসিডেন্ট
দ্য বুলডোজার খ্যাত পূর্ব আফ্রিকার তানজানিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জন মাগুফুলি ঝাড়ু হাতে রাস্তার ময়লা পরিষ্কার করলেন। দেশটির স্বাধীনতা দিবসে ঝাড়ু হাতে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন এবং নিজের হাতে রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করেন তিনি।
দ্য বুলডোজার খ্যাত এ প্রেসিডেন্ট কাজ নিয়ে কখনো ধানাইপানাই করেন না, কথা বলেন সরাসরি। দেশ থেকে দুর্নীতি উৎখাতের জন্য প্রতিজ্ঞা করেছেন জনগণের কাছে। ক্ষমতা গ্রহণ করেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জাকঁজমকে কাটছাঁট করেছেন। বাতিল করে দিয়েছেন সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ আর গানের কনসার্ট।
তিনি বলছেন, অপব্যয় করার মতো অর্থনৈতিক অবস্থা তার দেশের নেই। দেশ যখন কলেরা প্রাদুর্ভাবে পর্যুদস্ত কথকন এত অর্থ ব্যয় করার কোনো যুক্তি নেই। আড়ম্বরের পরিবর্তে তিনি যেটা করেছেন তা খুবই চমকপ্রদ।
এদিকে, তার সঙ্গে এই শুদ্ধি অভিযানে যোগ দিয়েছেন রাজধানী দার এস সালামের হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের পর মহাত্মা গান্ধীর জন্মদিনে ঝাড়ু হাতে গান্ধী জয়ন্তী থেকে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই ক্লিন ইন্ডিয়া বা `পরিস্কার ভারত কর্মসূচী`র ডাকে সাড়া দিয়ে রাস্তা ঝাড়ু হাতে নেমেছিলেন বলিউড তারকারাও। এ তালিকায় ছিলেন- সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়াও।
আরএস/পিআর