রাশিফল : ১১ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

মিথুন : সাময়িক কোনো অসুখে অশান্তি দেখা দিতে পারে। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।

মেষ : কোনো ধরনের সামাজিক সঙ্কটে জড়াতে পারেন। কোনো শোকসংবাদ পেতে পারেন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।

বৃষ : অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ  বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো আপন লোক শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

কর্কট : মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে তুলুন। সাংস্কৃতিক ক্রিয়াকর্মে সম্পৃক্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

সিংহ : আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। যে কোনো ধরনের উত্তেজনা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

কন্যা : প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো যাবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।

তুলা : কোনো সূত্র হতে অর্থগম হতে পারে। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। কোনো ধরনের সামাজিক সঙ্কটে জড়াতে পারেন।

বৃশ্চিক : ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। পরিবেশের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা কাজ উদ্ধার সহজ হতে পারে।

ধনু : কোনো ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শরীর ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে।

মীন : পেশাগত দিক ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ইচ্ছে করলে আজ প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনতে পারেন।

মকর : নিজের আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ : সুনাম ও মর্যদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।