জবি শিক্ষক সমিতির সভাপতি সাইফুদ্দীন সম্পাদক আব্দুল্লাহ


প্রকাশিত: ০২:১২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৬-এ সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

বৃহস্পতিববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৬-এর প্রধান নির্বাচন কমিশনার ও নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সানজিদা ফারহানা ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও সহ-সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, কোষাধ্যক্ষ ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. ছগীর হোসেন খন্দকার এবং যুগ্ম-সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের এ. এইচ. এম. শফিউল্লাহ হাবিব নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক মুনিরা জাহান সুমি, সেন্টার ফর ইংলিশ ল্যাংগুয়েজের  সহকারী অধ্যাপক খন্দকার মোন্তাসির হাসান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান, আইন বিভাগরে সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক তপন কুমার পালিত, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দ্বীন ইসলাম, ফিন্যান্স বিভাগের প্রভাষক শেখ আলমগীর হোসেন এবং রসায়ন বিভাগের প্রভাষক আবদুল আউয়াল নির্বাচিত হয়েছেন।

সুব্রত মণ্ডল/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।