বেনাপোলে বিরল প্রজাতির ৪৫ কচ্ছপ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তের চরের মাঠ এলাকা থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ছয় লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫টি বিরল প্রজাতির রঙিন কচ্ছপের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার কৃষ্ণপদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চরের মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা ৪৫ পিস ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আটককৃত কচ্ছপ বৃহস্পতিবার দুপুরে খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ অধিদফতরে জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।