আধুনিক ট্রাকস্ট্যান্ড করে দিন : আনিসুলকে স্বরাষ্ট্রমন্ত্রী
তেজগাঁওয়ে আধুনিক ট্রাকস্ট্যান্ড করে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও ট্রাক টার্মিনালকে ‘পার্কিংমুক্ত ঘোষণার’ অনুষ্ঠানে মেয়র আনিসুল হকের প্রতি এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
মন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত করার জন্য মেয়রদ্বয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেন মেয়র আনিসুল হক। মেয়রের কাছে ট্রাক মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে তিনি তেজগাঁওয়ে একটি আধুনিক ট্রাকস্ট্যান্ড তৈরি করবেন। আমিও তার কাছে এই আহ্বান জানাচ্ছি।
সাতরাস্তা মোড় থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড হয়ে কারওয়ান বাজারের লিংক রোড পর্যন্ত সড়কের ট্রাকগুলোকে ইতোমধ্যে সরিয়ে নির্বিঘ্নে যান চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়েছে।
এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে এই সড়কটি সারাদিন ট্রাকে ভর্তি থাকতো এবং সন্ধ্যায় দীর্ঘ যানজট থাকতো। আর রাতে এই সড়কে গাড়ি চলতে পারতো না। তবে বর্তমানে সড়কটি খালি করে দেয়া হয়েছে। আমরা যানজটমুক্ত রাজধানী চাই। অবৈধ স্থাপনা ও ট্রাকগুলো সরানোর পাশাপাশি সেগুলো যাতে নিরাপদে থাকে সে দিকেও নজর দিতে হবে।
ঢাকার ব্যস্ততম এলাকা মহাখালির বাসস্ট্যান্ডকে দোতলা করার অনুরোধ জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাসস্ট্যান্ডটি দোতলা করলে এতে অধিক সংখ্যক বাস অবস্থান করতে পারবে। যা ঢাকার যানজট কমাতে মুখ্য ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ ট্র্যাক কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
এআর/এএসএস/একে/আরআইপি