গ্রুপপর্ব থেকেই সিলেটের বিদায়


প্রকাশিত: ১১:০৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

আগের ম্যাচে ঢাকাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছিল সিলেট। তবে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো মুশফিক- আফ্রিদিদের সিলেট। কুমিল্লার দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের ইনিংস শেষ হয় ৭৯ রানেই। আর এ জয়ে রংপুরকে হটিয়ে আবারও পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের ৪২, জাইদির ৩১, কাপালির ৩২, ইমরুলের ২৮ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ ‍উইকেট হারিয়ে ১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে সিলেট শুরু থেকেই খেই হারিয়ে ফেলে। ১১ বলে ১০ রান করেই বিদায় নেন আগের ম্যাচে ফিফটি করা জুনায়েদ। দলীয় ৩৩ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার জশুয়া কবও। ১৮ বলে ২১ রান করা কব শিকার হন নাঈম ইসলামের।

এরপর বাকি ব্যাটসম্যানরাও দ্রুত ফেরেন সাজঘরে ফিরলে কার্যত এখানেই শেষ হয়ে যায় সিলেটের ইনিংস। ৫৭ রানে গিয়ে পড়ে আট উইকেট। এরই মধ্যে বিদায় নেন একে একে বোপারা (১), মুশফিকুর (২), সোহেল তানভির (১), শহীদ আফ্রিদি (৬), নুরুল হাসান (২), আব্দুর রাজ্জাক (২)।

শেষ পর্যন্ত মুমিনুল হক ১৫ রানে অপরাজিত থাকলেও রক্ষা হয়নি সিলেটের। ৭৯ রানেই অলআউট সিলেট। কুমিল্লার হয়ে শুভাগত হোম তিনটি, আন্দ্রে রাসেল, এসার জাইদি দুটি, আবু হায়দার ও নাঈম ইসলাম জুনিয়র একটি করে উইকেট লাভ করেন।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।