চট্টগ্রামে যুবকের মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামে মো. আজাদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর মিয়াখান নগর এলাকায় বেলা খাঁ বাড়ির মোসলেম খান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

চুরি করার সময় বহুতল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে দাবী পুলিশের। তবে পরিবারের দাবি দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে আজাদ।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, জানালা দিয়ে চুরি করতে গিয়ে মোসলেম খান সওদাগরের বাড়ির একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আজাদ মারা গেছে। ঘটনাস্থল থেকে কাঁটা চামচ আটকানো একটি লাঠি উদ্ধার করা হয়েছে। যা চুরির কাজে ব্যবহার করা হচ্ছিল।

তবে নিহতের চাচা বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, রাতে পারিবারিক কাজে ঘর থেকে বের হয় আজাদ। ভোর চারটার দিকে বেলা খাঁ বাড়ির মোসলেম খান সওদাগরের বাড়ির দারোয়ান ফারুক আমাদের এসে জানায় তিনতলা থেকে পড়ে আজাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার চোয়ালের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ভবন থেকে পড়ে মৃত্যুর কোন আলামত পাওয়া যায়নি।

জীবন মুছা/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।