সিলেটে জিলুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জিলু স্মৃতি পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা আদালতে আত্মসমর্পণের পরেও জামিনে বেড়িয়ে বিভিন্নভাবে জিলুর পরিবারের লোকজনকে হুমকি দিয়ে আসছেন।
বক্তারা আরও বলেন, সম্প্রতি পুলিশ মামলার প্রধান আসামি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শাহীসহ ১২ জনকে বাদ দিয়ে আদালতে প্রহসনমূলক চার্জশিট দিয়েছে। এই চার্জশিট বাতিল করে মামলাটি পুনরায় তদন্তপূর্বক জামিনে থাকা আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ জুন বিকেলে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিলেট নগরের পাঠানটুলায় মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করে সাবেক ছাত্রদল ক্যাডাররা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় রক্তমাখা রামদাসহ দুই আসামিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। এরপর কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলায় অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে যান।
গত ৭ ডিসেম্বর মামলার প্রধান আসামি মহনগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শাহীসহ ১২ জনকে বাদ দিয়ে মহানগর হাকিম আদালতে-১ চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কমর উদ্দিন।
চার্জশিট নিয়ে ক্ষুব্দ মামলার বাদী নিহতের ভাই আহমেদ আহসান মাহবুব জানিয়েছেন, তিনি এই চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবেন।
ছামির মাহমুদ/বিএ