ছাতকে জামায়াতের আমিরসহ ৮ নেতা আটক


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

সুনামগঞ্জের ছাতকে উপজেলা জামায়াতের আমিরসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ দিগলী চাকলপাড়া এলাকার মাওলানা জালাল উদ্দিনের ঘরে একটি গোপন বৈঠক করা কালে তাদের আটক করা হয়।

এসময় ১৫টি সাংগঠনিক বই, একটি বুকলেটসহ লিফলেট জব্দ করা হয়েছে। আটকরা হলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মখছুচুর রহমান, সেক্রেটারি মাওলানা আকবর আলী, নায়েবে আমির অ্যাডভোকেট রেজাউল করিম, সদস্য রিয়াজুল ইসলাম তালেব, মিজানুর রহমান, সৈয়দ মনসুর আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, জালাল উদ্দিন।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জাগো নিউজকে জানান, সরকার বিরোধি চক্রান্ত ও ষড়যন্ত্রের অভিযোগে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   

ছামির মাহমুদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।