বিশ্বব্যাংকের প্রকল্পসমূহ খুবই গুরুত্বপূর্ণ


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে আমরা কাজ করছি। কারণ বিশ্বব্যাংকের প্রকল্পসমূহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
 
বুধবার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর মার্টিন রামার সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এ বিষয় নিয়ে মত বিনিময় হয়। এছাড়া সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহের কাজের অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন।
 
মার্টিন রামা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।
 
পরিকল্পনা বিভাগের সচিব সফিকুল আজম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপণা বিভাগের সচিব কানিজ ফাতেমা এ সময় উপস্থিত ছিলেন।

এসএ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।