হাসপাতালে জামাল ভুঁইয়া


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

সাফ ফুটবলকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা। তবে ইনজুরির জন্য অনুশীলন করতে পারছেন না ডিফেন্ডার কেষ্ট কুমার, মিডফিল্ডার আবদুল বাতেন কোমল। এবার এ তালিকায় যোগ হলেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

কিছুদিন ধরে পেটের ব্যাথায় ভুগতে থাকা জামালকে শেষ পর্যন্ত পরশু উত্তরার একটি হাসপাতালেই ভর্তি করতে হয়েছে। তার বেশ কয়েকবার বমি হয়েছে, জ্বরও আছে।

তবে তার অবস্থা গুরুতর নয় বলেই জানিয়ে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, গত পরশুই (রবিবার) ওকে আমরা হাসপাতালে নিয়েছি। চিকিৎসকেরা ওর জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন। ওর কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগবে। রিপোর্টগুলো হাতে পেলে বোঝা যাবে অন্য কোথাও জামালের উন্নত চিকিৎসা লাগবে কি না।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল আসর।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।