নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নুরজ্জামান ও বিচারপতি মো. আব্দুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ফখরুলের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যার্টনি জেনারেল আনোয়ারা শাহজাহান।

এর আগে গত ৩০ নভেম্বর বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দব্য আইনে পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়।
 
এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।