প্যারিসের কনসার্ট হলের তৃতীয় হামলাকারী শনাক্ত


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

ফ্রান্সের বাতাক্লঁ কনসার্ট হলে নিজেকে উড়িয়ে দেয়া আত্মঘাতী তৃতীয় হামলাকারীকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। দেশটির গণমাধ্যমের খবরে ওই তৃতীয় হামলাকারীর নাম ফুয়াদ মোহাম্মদ আজ্জাদ বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় প্যারিসের ছয়টি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটে। শুধুমাত্র প্যারিসের বাতাক্লঁ কনসার্ট হলে হামলায় অন্তত ৯০ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ফ্রান্সের অধিকাংশ গণমাধ্যমের খবরে তৃতীয় হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে দেশটির লা পারিসিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে ওই হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্ট্রসবুর্গের বাসিন্দা ফুয়াদ মোহাম্মদ আজ্জাদ বাতাক্লঁ কনসার্ট হলে তৃতীয় হামলাকারী হিসেবে অংশ নিয়েছিল।

পত্রিকাটি একটি বিশ্বাসযোগ্য উৎসের বরাত দিয়ে বলছে, ওই হামলাকারী সিরিয়া থেকে ফ্রান্সে ফিরে এসেছিল। এছাড়া কনসার্ট হলে আরো দুজন আত্মঘাতী হামলা চালিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছেন। ওই দুজন হলেন, ২৯ বছর বযসী ফ্রান্সের নাগরিক ওমর ইসমাইল মোস্তাফি ও সামি আমিমুর।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।