সিনাইয়ে সন্ত্রাসী হামলায় ৫ নিরাপত্তাকর্মী নিহত


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৪ নভেম্বর ২০১৪

মিসরের সিনাই উপদ্বীপে ‘সন্ত্রাসী’ হামলায় অন্তত পাঁচ সেনা ও পুলিশ নিহত হয়েছেন। উত্তর সিনাইয়ে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, উভয় হামলার ক্ষেত্রেই ‘সন্ত্রাসীরা’ সেনাদের পথ রোধ করে যানবাহন থামায় এবং হামলা চালায়। কর্মকর্তারা জানান, নিহতরা দায়িত্বের বাইরে ছিল এবং তারা ছিল বেসামরিক পোশাকে।

শেখ জুবায়েদ শহরের কাছে হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে তিন সেনাকে গাড়ি থেকে টেনে বের করে হত্যা করে। রাফা সীমান্তের কাছে অপর হামলায় গাড়ি থেকে দুই পুলিশকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এরপর তাদের গুলি করে হত্যা করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার মিসরের নৌবাহিনীর একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে উত্তর সিনাইয়ে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলায় ৩১ সেনা নিহতের পর থেকেই ওই রাজ্যে জরুরি অবস্থা বিরাজ করছে। সূত্র : হারেটজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।