ইসলামের সংস্কার জরুরি : টনি অ্যাবট
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট এবার ইসলাম ধর্মের সমালোচনা করে বলেছেন, ইসলাম ধর্মে ব্যাপক সমস্যা আছে এবং এর সংস্কার জরুরি হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এক লেখায় অ্যাবট বলেছেন, সব সংস্কৃতি সমান নয় এবং পশ্চিমাদের নিজেদের মূল্যবোধ রক্ষার জন্য ক্ষমার দৃষ্টিভঙ্গি বন্ধ করা উচিত। খবর বিবিসির।
বিরোধী নেতা বিল শর্টেন এ মন্তব্যকে বিপরীত প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা চরমপন্থিদের কর্মকাণ্ডে হতভম্ব।
নিউজ কর্পস ট্যাবলয়েডে প্রকাশিত ওই চিঠিতে অ্যাবট বলেছেন, ইসলামের মধ্যে বিরাজমান প্রকট সমস্যাগুলোকে পশ্চিমাদের উপেক্ষা করা উচিত নয়। তিনি বলেন, যদিও বেশিরভাগ মুসলিম সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে, তবে অনেকেই নাস্তিক বা বিধর্মীদের হত্যার বিষয়টিকে জায়েজ প্রমাণ করতে চায়।
টার্নবুল সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও সবসময় হিসেব নিকেশ করে এ ধরনের মন্তব্য করা উচিত বলে জানিয়েছেন। টার্নবুল বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ত্রাসীরা যা করতে চাইছে সেই ভুলে আমাদের পা দেয়া চলবে না। তারা অল্প কিছুসংখ্যক মানুষের অপরাধের দায়ভার প্রতিটি মুসলমানের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে।
গত সেপ্টেম্বরে ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেয়া অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট চিঠিতে লিখেছেন, চরমপন্থীদের সহিংসতার সমর্থকদের একমাত্র মুসলিমরাই নিয়ন্ত্রণ করতে পারে।
অস্ট্রেলিয়ার ইসলামিক কাউন্সিল ভিক্টোরিয়ার নির্বাহী পরিচালক নেইল আয়কান বলেন, অস্ট্রেলিয়ান সমাজে আমরা যখন ঐক্য এবং সামাজিক বন্ধন বৃদ্ধির চেষ্টা করছি সেই সময়ে অ্যাবটের এই বক্তব্য সম্পূর্ণ অসহযোগিতামূলক।
এসআইএস/আরআইপি