আইএসের অবস্থানে প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থানে সাবমেরিন থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ভূমধ্যসাগরে সিরিয়ার উপকূলে রুশ সাবমেরিন থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানান। তাদের এ বৈঠক টেলিভিশনে সম্প্রচার করা হয়। খবর রয়টার্সের।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে সন্ত্রাসীদের গোলাবারুদের গুদাম, মাইন তৈরির কারখানা এবং একটি তেল স্থাপনায় আঘাত হেনেছে।

এ হামলার বিষয়ে আগেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন, গত তিন দিনে সিরিয়ায় বিভিন্ন ধরনের ৬ শতাধিক লক্ষবস্তুতে ৩০০ বার হামলা চালানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী সিরিয়ার আকাশে বোমারুবিমান ও যুদ্ধবিমানের সমন্বয়ের মাধ্যমে এসব হামলা চালানো হচ্ছে।

sub-marrine

রাশিয়ার অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে আইএসের বিরুদ্ধে হামলা শুরু করে মস্কো। এরপর তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সিরিয়ার প্রতিবেশি তুরস্ক রাশিয়ার একটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করে।

তবে রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। ভূপাতিত ওই বিমানটির রেকর্ডার প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করেছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রেকর্ডার উদ্ধারের জন্য সিরিয়া সরকার ও রাশিয়ার স্পেশাল সার্ভিসের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান পুতিন। তিনি বলেন, বিমানটিতে আঘাত হানার সময় এটি কোথায় অবস্থান করছিল তা বিশেষজ্ঞরা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করবেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।