মুক্ত দিবসে ববি শিক্ষার্থীদের নাটক মঞ্চায়ন
বরিশাল মুক্ত দিবসকে স্মরণীয় করে রাখতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শিত হলো শওকত আলীর উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’ অবলম্বনে নাটক “বহে পুনর্ভবা”। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের হানিফ মঞ্চে মঞ্চাস্থ হয় নাটকটি। নাটকটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), প্রক্টর (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্যের সভাপতিত্বে ১৮টি বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয়ের ৪৫ বছর পদার্পণ উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করার উদ্যোগ নেয়া হয়।
সাইফ আমীন/বিএ