মিসরীয় দূতাবাসে বোমা হামলা


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

লিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মিসরীয় দূতাবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এ সব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত মিসরীয় দূতাবাসে একটি গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে ভবনের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ত্রিপোলিতে সরকারিবাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের চলমান সংঘর্ষের কারণে অনেকদিন ধরেই বন্ধ রয়েছে দূতাবাসের কার্যক্রম।

সংযুক্ত আরব আমিরাতের মিসরীয় দূতাবাসে গাড়ি বোমা হামলা করা হয়েছে। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। বোমাটি কেন বিস্ফোরিত হলো না সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তাছাড়া এ সব হামলার উদ্দেশ্য কিংবা হামলাগুলো দূতাবাস ভবনকে লক্ষ্য করে না কোনো কর্মকর্তাকে টার্গেট করে করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। - আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।