আজকের সাধারণ জ্ঞান : ০৮ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর : মিশর।

২. প্রশ্ন : পিএলও এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : তিউনিশিয়ায়।

৩. প্রশ্ন : ফিলিস্তিনের স্বায়ত্তশাসন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৩ সেপ্টেম্বর ১৯৯৩।

৪. প্রশ্ন : গাজা ও জেরিকো থেকে ইসরাইলের অপসারণ বিষয়ে দু’দেশের চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ০৯ ফেব্রুয়ারি ১৯৯৪।

৫. প্রশ্ন : ফিলিস্তিনিদের কাছে কবে গাজা হস্তান্তর করা হয়?
উত্তর : ১৭ মে ১৯৯৪।
 
৬. প্রশ্ন : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কবে ঘোষণা করা হয়?
উত্তর : ১৫ নভেম্বর ১৯৮৮।
 
৭. প্রশ্ন : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
উত্তর : আলজেরিয়া।
 
৮. প্রশ্ন : ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের স্থায়ীত্বকাল ছিল কতদিন?
উত্তর : ১৮ দিন।
 
৯. প্রশ্ন : জেরুজালেম প্রশ্নে পিএলও ও ভ্যাটিকানের মধ্যে চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৬ ফেব্রুয়ারি ২০০০।
 
১০. প্রশ্ন : আনরোয়া কী?
উত্তর : ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘ সংস্থা।
 
১১. প্রশ্ন : ফিলিস্তিনে কবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ২০ জানুয়ারি ১৯৯৬।
 
১২. প্রশ্ন : আরব-ইহুদীদের মধ্যে কবে শেকের দেয়াল নিয়ে সংঘর্ষ বাঁধে?
উত্তর : ১৯৩০ সালে।
 
১৩. প্রশ্ন : আল ফাতাহ কী?
উত্তর : ইয়াসির আরাফাতের দল।
 
১৪. প্রশ্ন : পশ্চিম তীরের বাণিজ্যিক নাম কী?
উত্তর : রামাল্লাহ।
 
১৫. প্রশ্ন : ইয়াসির আরাফাত কবে পিএলও প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর : ০৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
 
১৬. প্রশ্ন : আরববিশ্বে The Great Survivor হিসাবে খ্যাত ছিলেন কে?
উত্তর : ইয়াসির আরাফাত।
 
১৭. প্রশ্ন : জন্মগতভাবে ইয়াসির আরাফাত কোন দেশের নাগরিক?
উত্তর : মিশর।

১৮. প্রশ্ন : ইয়াসির আরাফাত কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১১ নভেম্বর ২০০৪।

১৯. প্রশ্ন : ইয়াসির আরাফাত কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর : প্যারিসে।

২০. প্রশ্ন : ইয়াসির আরাফাত কোন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান?
উত্তর : হসপিটাল ডি ইনস্ট্রিকশন ডেস আর্মেস ডি পেরসি।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।