বহুদিন পর ডলি সায়ন্তনী


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

আজকাল আর নিয়মিত গানে দেখা মিলে না তার। সম্প্রতি করছেন কলকাতার সংগীত পরিচালক প্রীতমের সুর ও সংগীতায়োজনে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। বলছি এক সময়ের তুমুল জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর কথা।

কালে ভদ্রে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও টিভিতে প্রায় দেখা নেই বললেই চলে। তবে ডলির ভক্তদের জন্য সুখবর হলো প্রিয় শিল্পীকে দেখা এবং তার সাথে আড্ডা দেয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাভিশন।

চ্যানেলটির ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ এবারের পর্বের অথিতি হিসেবে হাজির হবেন এই সংগীতশিল্পী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
 
গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।

‘মিউজিক ক্লাব’র এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বুধবার, ৯ ডিসেম্বর রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

প্রসঙ্গত, প্রায় সাত বছর পার একক অ্যালবাম নিয়ে আসছেন ডলি। নাম ‘প্রজেক্ট ডলি সায়ন্তনী’। অ্যালবামটি এই ডিসেম্বরেই বাজারে আসার কথা রয়েছে। এতে ছয়টি গান রাখা হয়েছে। দু’টি একক আর চারটি দ্বৈতগান। দ্বৈতগানগুলোতে ডলির সাথে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

নব্বইয়ের দশক থেকে ২০০৮ সাল পর্যন্ত ডলি নিয়মিত অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামের পাশাপাশি এ পর্যন্ত প্রায় ৭০০ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।