মুক্ত দিবসে রঙিন হলো আমাদের স্কুল


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। এ উপলক্ষে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে ফেসবুকভিত্তিক একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শতাব্দী প্রাচীন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়কে রঙিন করা হয়েছে।

সংগঠনটির এক ঝাঁক তরুণ-তরুণীর অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অন্তত ৬০টি ব্লকে মহান মুক্তিযুদ্ধ, একাত্তরের চিঠি, মুক্তিযোদ্ধাদের ছবি, পাকিস্তানিদের সঙ্গে সম্মুখযুদ্ধের ছবি এঁকে বিদ্যালয়ের সীমানা প্রাচীরকে বিজ্ঞাপনমুক্ত করে রঙিন করে তোলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮.০৮ মিনিটে ‘রঙিন হবে আমাদের স্কুল’ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

school

এ উপলক্ষে বিদ্যালয় ‘প্লে গ্রাউন্ডে’ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজনীন প্রমুখ।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ‘রঙিন হবে আমাদের স্কুল’ কার্যক্রম হাতে নেয়ায় আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের কর্মী কাজল সাহা, রেজাউর রহমান মুন্না, নিরদ রনি, সোলাইমান হোসেন, জেবিন ইসলাম, আদিবা আক্তার প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।