টি-টোয়েন্টিতে সাকিবের নতুন রেকর্ড


প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

সাকিব আল হাসান নামের সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য রেকর্ডের নাম। তিনি মাঠে নামা মানেই নতুন কিছু করা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন আরও একটি রেকর্ড নিজের করে নিলেন টাইগার এই বোলার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাহাতি স্পিনার হিসাবে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলো বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সোমবার আর ২ উইকেট পেলেই ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এমন সমীকরণ নিয়ে সিলেট সুপারস্টারের বিপক্ষে  মাঠে নামেন সাকিব। নিজের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলটা মিড অফে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে তুলে দিলেন সিলেট সুপার স্টার্সের নুরুল হাসান সোহান। আর ঠিক এর এক বল পরে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকে আউট করে প্রথম বাহাতি স্পিনার হিসাবে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সাকিব।

Shakib

সাকিব ছাড়া বাকি ১২ ক্রিকেটার হলেন – শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২৯৫), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (২৭৮), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৭৭), দক্ষিণ আফ্রিকার আলফনসো থমাস (২৬৩), ডাচ বংশদ্ভুত অস্ট্রেলিয়ান ডার্ক ন্যানেস (২৫৭), পাকিস্তানের আজহার মেহমুদ (২৫০), পাকিস্তানের সাঈদ আজমল (২৩৪), দক্ষিণ আফ্রিকার অ্যালবি মরকেল (২২৮), ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (২১৬), ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড (২১৪), পাকিস্তানের শহীদ আফ্রিদি (২১০), পাকিস্তানের সোহেল তানভির (২০৮)।

এছাড়া অলরাউন্ডার হিসেবেও একটা রেকর্ড গড়ে ফেলেছেন সাকিব। মাত্র ষষ্ঠ ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এখানে তার বাকি পাঁচ সঙ্গী হলেন – কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আজহার মেহমুদ, অ্যালবি মরকেল ও শহীদ আফ্রিদি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।