মক কাপে বাংলাদেশের দু’রকম শুরু


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

মালয়েশিয়ায় চলমান মক কাপ ফুটবলে দুই রকম শুরু করেছে বাংলাদেশের খুদে ফুটবলাররা। নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৩ দল ড্র করলেও হেরে গেছে অনূর্ধ্ব-১২ দল। অনূর্ধ্ব-১৩ দল ২-২ গোলে ড্র করেছে থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের বিপক্ষে। তাদের ছোটরা ২-১ গোলে হেরে গেছে দক্ষিণ কোরিয়ার সিউল শিনডাপের কাছে।

অনূর্ধ্ব-১৩ বিভাগে খেলার সাত মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতা আনে থাইল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশের কিশোররা ভড়কে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই করে। খেলার শেষ মিনিটে সমতাসূচক গোলটি করেন জিহান।

অনূর্ধ্ব-১২ বিভাগে ভালো খেলতে পারেনি বাংলাদেশের কিশোররা, দুই অর্ধে দুটি গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে তপু বাংলাদেশের পক্ষে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। গ্রুপ পর্যায়ে অনূর্ধ্ব-১২ দল তিনটি ও অনূর্ধ্ব-১৩ ধল চারটি ম্যাচ খেলবে।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।