শাহজালালে সাড়ে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাতে মালয়েশিয়া থেকে আগত এমএইচ১৯৬ নামে একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্লেনের ১২ই ও ১২এফ আসনের নিচ থেকে প্রায় সাড়ে ১৮ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক শূন্য ছয় গ্রাম। ১২ই ও ১২এফ আসন দুটি খালি আসে। ওই সিট দুটিতে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।