সিলেটে ছাত্রদল নেতা হত্যা : ১২ জনকে বাদ দিয়েই চার্জশিট


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

সিলেটে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিজ দলের ক্যাডারদের হাতে খুন হওয়ার প্রায় দেড় বছর পর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মামলার প্রধান আসামি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শাহীসহ ১২ জনকে বাদ দিয়ে সোমবার বিকেলে মহানগর হাকিম আদালত-১ এ চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কমর উদ্দিন।

এছাড়া চার্জশিটে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিট নিয়ে ক্ষুব্দ মামলার বাদী নিহতের ভাই আহমেদ আহসান মাহবুব বলেন, চার্জশিট দাখিলের বিষয়ে তদন্ত কর্মকর্তা কোনো যোগাযোগ করেন নি। যে ধারণা করেছিলাম তাই সত্যি হলো। মামলার প্রধান আসামিসহ ১২ জনকেই বাদ দেওয়া হয়েছে। তিনি এই চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন বলে জানান।

বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর পর সোমবার আদালতে দাখিল করা চার্জশিটে শাহী ছাড়া বাদ দেওয়া অন্যরা আসামিরা হলেন, ছাত্রদল কর্মী জয়নাল, সাদেক, গাজী লিটন, সালেহ, শামীম, কাউসার, নাসির, খয়রুল, মঞ্জু, বাবলা ও হেলাল।

এছাড়া চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে, মহানগর ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কালা জামাল, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, ছাত্রদল নেতা জেহিন আহমদ ওরফে বোবা জেহিন, আরাফাত চৌধুরী জাকি, সায়েম আহমদ, ফরিদ আহমদ, এমরান আহমদ, ইমাদ আহমদ, আবিদ মৃধা, রাহাত আহমদ টিপু ও জামরান আহমদ।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ জুন বিকেলে সিলেট নগরের পাঠানটুলায় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর সাবেক ছাত্রদল নেতা শাহীসহ দলের ২০ নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার সময় স্থানীয় জনতার হাতে দুজন আটক ছাড়া মামলা দায়েরের পর কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাম্প্রতিক সময়ে কালা জামালকে আটক করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

সম্প্রতি তদন্তকারী কর্মকর্তা মামলার চার্জশিট প্রদানের প্রস্তুতি নিলে বাদীর সঙ্গে দূরত্ব বজায় রাখা হয়। শেষ পর্যন্ত তাকে না জানিয়েই সোমবার বিকেলে মামলার চার্জশিট প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কমর উদ্দিন।

কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাশেম আদালতে চার্জশিট দাখিল হয়েছে বলে নিশ্চিত করেছেন।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।