গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

গাইবান্ধা হানাদার মুক্ত দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দিবসটির উদযাপন কমিটি।

এ উপলক্ষ্যে সোমবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া খায়ের ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
মুক্তিযোদ্ধা মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতিকের নেতৃত্বে ওই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনারে  গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক শিশু এতে অংশ নেয়। পরে ওয়াশিকার মো. ইকবাল মাজুর সভাপতিত্বে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মাহমুদুল হক শাহাজাদা, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, শাহ শরিফুল ইসলাম বাবলু, গৌতম চন্দ্র মোদক ও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল।

৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। এ দিন কোম্পানি কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসী ঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। তারা তৎকালিন এসডিও মাঠ বর্তমানে স্বাধীনতা প্রাঙ্গণে অবস্থান নেন। তাদের আগমণের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক বাহিনীর সৈনিকরা তাদের তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। এর আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের সম্মিলিত যৌথ বাহিনীর বিমান গাইবান্ধা রেলস্টেশন সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। ফলে পাক বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

অমিত দাশ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।