খাগড়াছড়ির দুই পৌরসভায় ১০৮ প্রার্থীর লড়াই
টানা দুই দিনের যাচাই-বাছাই শেষে খাগড়াছড়িতে জমে উঠার অপেক্ষায় দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের প্রথম পৌরসভা নির্বাচন। জয় পেতে প্রার্থীরা দিন-রাত ছুটে চলছেন ভোটারদের দুয়ারে। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম নির্বাচনে যাচাই-বাছাইয়ে টিকে যাওয়া সব প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে থাকবেন কিনা তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও এবারের নির্বাচনে পাল্টে যেতে পারে খাগড়াছড়ির দুই পৌরসভার ভোটের হিসাব-নিকাশ। এমটাই মনে করছেন পাহাড়ি জনপদ খাগড়াছড়ির সচেতন ভোটার মহল।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে খাগড়াছড়ির দুটি পৌরসভায় যাচাই-বাছাই শেষে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিরর পদে ২১ জন প্রার্থী নির্বাচনের জন্য মাঠে সরব আছেন।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভায় যাচাই-বাছাই শেষে মেয়র পদে সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এটিএম কাউছার। মনোনয়ন পত্রের সঙ্গে ১০০ জনের স্বাক্ষর সংযুক্ত না করায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী অ্যাডভোকেট সমারী চাকমার মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি পৌরসভার মেয়র পদের লড়াইয়ে মাঠে থাকলেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল মালেক মিন্টু, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. শানে আলম, নাগরিক কমিটির প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মো. রফিকুল আলম, জাতীয় পার্টি (এরশাদ) মনোনিত প্রার্থী মো. ইসহাক, নাগরিক সমাজের প্রার্থী ধীমান খীসা, স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমা ও দীপায়ন চাকমা।
এছাড়াও মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন কাউন্সিলর প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে আছেন। মনোনয়ন পত্রের সঙ্গে দেয়া হলফনামায় তথ্য গোপনসহ নানা কারণে ৩ জন কাউন্সিলর এবং একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় যাচাই-বাচাই শেষে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক, বিএনপি মনোনিত প্রার্থী ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মো. আলী আশরাফ।
একই সঙ্গে মাটিরাঙ্গা পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন, নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থীর মনোনয়ণ পত্র বৈধ ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নুরল আলম। যাচাই-বাছাই কালে হলফনামায় তথ্য গোপন করার কারণে ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. নুরুল আমিন নুরুর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
এমএএস/পিআর