সিরীয় বাহিনীর ওপর হামলা : মার্কিন জোটের অস্বীকার


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় সিরীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বাশার আল-আসাদ সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। খবর বিবিসির।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির পূর্বাঞ্চলীয় দির আল-জউর প্রদেশে সিরীয় সেনাবাহিনীর ওপর মার্কিন জোটের বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া সিরীয় সেনাবাহিনীর দুটি ট্যাংক ধ্বংস হয়েছে। ওই প্রদেশের নিয়ন্ত্রণ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হাতে রয়েছে। মন্ত্রণালয় মার্কিন জোটের এ হামলার নিন্দা জানিয়ে এটিকে ঘোরতর আগ্রাসন বলে মন্তব্য করেছে।

তবে মার্কিন জোটের এক মুখপাত্র বলেন, সিরীয় সেনাবাহনীর ক্যাম্পের কাছে কোনো ধরনের হামলা চালানো হয়নি। গত বছরের সেপ্টম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন সামরিক জোট। দামেস্ক কর্তৃপক্ষের সঙ্গে এ হামলার বিষয়ে কোনো ধরনের সমন্বয় করা হয়নি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরছেন, রোববার সন্ধ্যায় দির আল-জউর প্রদেশে সেনাক্যাম্পে চারটি যুদ্ধবিমান থেকে ৯টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় তিন সেনা নিহত ও আরো অন্তত ১৩ জন আহত হয়েছে। তবে কোন ক্যাম্পে মার্কিন জোট হামলা চালিয়েছে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

তবে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আয়েশা শহরের কাছে সায়েকা ক্যাম্পে মার্কিন জোট বোমা হামলা চালিয়েছে। সংস্থাটি বলছে, মার্কিন জোটের এ হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।