নওয়াজ-মোদির বৈঠকের চেষ্টা


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের প্রচেষ্টা নতুন করে শুরু হয়েছে। তবে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবর অনুসারে দু’ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠানের বিষয়ে ‘লজ্জা’ এক ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। বৈঠকের প্রস্তাব আগে কোন দেশ দেবে তা নিয়ে দু দেশই এক ধরনের লজ্জার ভেতরে পড়েছে।  
 
ডন জানিয়েছে, চলতি মাসের ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনের অবকাশে দুই প্রধানমন্ত্রী যাতে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে পারেন তার জন্য পাকিস্তান ও ভারতের কূটনীতিকরা কঠোর পরিশ্রম করছেন।
 
আলোচনা প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কূটনীতিক নাম প্রকাশ না করার স্বার্থে জানিয়েছেন, বৈঠকের চেষ্টা চলছে। নেপালে সার্ক শীর্ষ সম্মলন এ ধরনের বৈঠক অনুষ্ঠানের বিরাট সুযোগ এনে দিয়েছে। এরপরও যদি আমরা দু নেতাকে বৈঠকে বসাতে না পারি তাহলে তা হবে দুঃখজনক ঘটনা।
 
ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে এবং সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে ভারত। তবে, আলোচনা চাইলে পাকিস্তানকে আগে ঠিক করতে হবে তারা দিল্লির সঙ্গে নাকি কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের সঙ্গে বৈঠক চায়।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবর উদ্দিন এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই এবং কাঠমান্ডুতে শীর্ষ বৈঠকের বিষয় নিয়ে কোনো আলোচনাও চলছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।