ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব ১৮ ডিসেম্বর


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

পার্বত্য জেলার ১৩৮তম রাজ পুণ্যাহ মেলা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। স্থানীয় রাজার মাঠে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হবে।

সোমবার সকালে বান্দরবান বোমাং রাজার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে ১৭তম বোমাং রাজা উ চ প্রু এ ঘোষণা দেন। এসময় রাজ পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বোমাং রাজা উ চ প্রু বলেন, ১৮ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। তবে চাহিদার বিপরীতে এসময়কাল বাড়ানো যেতে পারে। থাকছে হরেক রকমের আয়োজন।

প্রসঙ্গত, পার্বত্য এলাকা বান্দরবানে প্রায় ১০৯টি মৌজার জুম খাজনা আদায়ের মহোৎসবটি রাজপুণ্যাহ। মেলাকে ঘিরে জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রকমারি দোকানের পসরা বসবে। এসময় পাহাড়ি বাঙালিদের মিলন মেলা পরিণত হয়। দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমান।

সৈকত দাশ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।