ভেনিজুয়েলায় নির্বাচনে বিরোধী দলের জয়


প্রকাশিত: ০৭:১০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ভেনিজুয়েলার নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপক্ষে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। রোববার দেশটির ১৬৭ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিরোধী দল ৯৯টি আসনে জয়লাভ করেছে। দেশটিতে ১৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো কংগ্রেসে ক্ষমতা পরিবর্তিত হতে যাচ্ছে। খবর রয়টার্সের।

ভোট গ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘন্টা পর জাতীয় নির্বাচন পরিষদের প্রধান টিবিসাই লুসেনা মধ্যরাতের কিছু পরে এ ফলাফল ঘোষণা করেন। টিবিসাই লুসেনা বলেন, বিরোধীদল ডেমোক্রেটিক ইউনিটি কোয়ালিশন ৯৯ আসনে বিজয়ী হয়েছে। এছাড়া ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি ৪৬ টি আসনে জয় পেয়েছে। তবে এখনো বেশ কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।

ফলাফল ঘোষণার পর দ্রুতই পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।