সিরিয়ায় বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত


প্রকাশিত: ০২:৩৯ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

সিরিয়ার রাক্কায় রোববার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩২ আইএস জঙ্গি নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ তথ্য জানায়।

রাক্কা শহর আইএস এর মূল ঘাঁটি উল্লেখ করে সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, শহরটিতে অবস্থানরত তথ্যদাতার বার্তার ভিত্তিতে রোববার উত্তর, পূর্ব ও দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে ১৫ দফা বিমান হামলা চালানো হয়।

রাক্কার একটি হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।

তারপর থেকে আইএস, বিশেষ করে, সিরিয়ায় অবস্থিত আইএস জঙ্গিদের উপর বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। ওই জোটে ফ্রান্সও রয়েছে। এছাড়া রাশিয়া ও জার্মানিও গেছে শক্ত অবস্থানে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।