সৈকতের চিহ্নিত ঝাউগাছ খেকো গ্রেফতার
কক্সবাজার সমুদ্র সৈকতের চিহ্নিত ঝাউগাছ খেকো বহু বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কাশেম বাশিন্নেকে (৪৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের নাজিরারটেক বাশিন্ন্যা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দু রহিম জাগো নিউজকে জানান, বাশিন্ন্যার বিরুদ্ধে সমুদ্র সৈকতের ঝাউগাছ নিধনের দায়ে বন বিভাগের একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতন মামলাও রয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত বন মামলায় তাকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
কক্সবাজার বাহারছড়া বনভিটের কর্মকর্তা তাপস কুমার দেব জাগো নিউজকে জানান, সমুদ্র সৈকতের নাজিরারটেক থেকে ডায়বেটিক পয়েন্ট পর্যন্ত ঝাউ বাগান থেকে বাশিন্না রাতের আধাঁরে আধিপত্য বিস্তার করে নিয়মিত ঝাউগাছ নিধন করে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ঝাউগাছ নিধনের দায়ে পর পর চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাকে আটক করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমজেড/পিআর