৪০৩ রানের লিড নিয়েছে ভারত


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

দিল্লি টেস্টে অধিনায়ক বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিড পেয়েছে ভারত। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪০৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে প্রোটিয়াদের সাম্প্রতিক ফর্ম এবং উইকেট বিবেচনায় ভারতের ৩-০ তে সিরিজ জয় এখন সময়ের ব্যপার মাত্র। আগের দিন দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন সুযোগ পেয়েছিল তারা। সেক্ষেত্রে হয়তো ইনিংস ব্যবধানেও জিততে পারতো স্বাগতিকরা। কিন্তু শেষদিনে ব্যাট করতে চায়নি বলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কোহলিরা।

শনিবার সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি ভারত। মরনে মরকেলের বোলিং তোপে পরে মাত্র ৮ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তৃতীয় উইকেট জুটিতে পুজারা এবং ধাওয়ান ৪৫ রান তুলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে।

দলীয় ৫৩ রানে দক্ষিণ আফ্রিকার ত্রাতা হয়ে আবারো আসে মরকেল। ধাওয়ানকে ফিরিয়ে খেলায় ফেরান প্রোটিয়াদের। তিন ওভার পর ৪ রান যোগ করতেই ইমরান তাহির বোল্ড করেন পুজারাকে। ফলে ভারতকে দারুণভাবে চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানের পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে হার না মানা ১৩৩ রানের জুটি গড়ে দলকে বিশাল লিড এনে দেন এই দুই ব্যাটসম্যান। প্রথম ইনিংসেও দারুণ ব্যাটিং করেছিলেন তারা।
আলো স্বল্পতার জন্য তৃতীয় দিনের নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। এদিনের খেলা ৯ ওভার আগে শেষ হওয়ায় ৮১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানে অপরাজিত রয়েছেন কোহলি। ১৫৪ বলে ১০টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া তার সঙ্গি রাহানে অপরাজিত রয়েছেন ৫২ রানে। ৫টি চারের সাহায্যে ১৫২ বল মোকাবেলা করে এই রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৯ রান দিয়ে ৩টি উইকেট পান মরকেল। এছাড়া তাহির নেন ১টি উইকেট।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।