বৃষ্টির জন্য সৌদিতে নামাজের আহ্বান


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৩ নভেম্বর ২০১৪

সৌদি আরব জুড়ে আগামী সোমবার বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ। দেশটির সর্বোচ্চ আদালত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সৌদি গেজেটের।

বিবৃতিতে দেশটির সব নাগরিক ও প্রবাসীদের নামাজে অংশ নিতে আহ্বান জানানো হয়। হযরত মুহাম্মদ (সা.) এর অনুকরণে সকলকে এ নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে।

বিবৃতিতে লোকদের আল্লাহর কাছে প্রার্থনা, অনুতাপ, নফল নামাজ, দান ও ভালো কাজ করার আহ্বান জানানো হয়েছে। মহান আল্লাহ তা’আলা যেন রহমত করে দেশে বৃষ্টি দেন এ জন্য সকলকে দোয়া করতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।