বগুড়ার পৌরসভাগুলোতে নারী ভোটার বেশি


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

বগুড়ার ৯টি পৌরসভা নির্বাচনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি। মূলত জয়-পরাজয়ে নারী ভোটাররাই এবার ফ্যাক্টর হিসেবে দেখা দেবে পৌর নির্বাচনে। আর এ জন্য প্রার্থীরা আগে থেকেই নারী ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময়ের পরই দোয়া চাইছেন।

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। জেলার ৯টি পৌরসভায় মেয়র পদে মোট ৩৬ জন, সংরক্ষিত (নারী) পদে মোট ১২৪ ও সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে মোট ৩৯৮ প্রার্থীসহ ৫৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগের ১৮, স্বতন্ত্র ১০, জাসদ, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোট, ইসলামী আন্দোলন একজন করে, ন্যাশনাল পিপলস পার্টির দুইজন ও বিদ্রোহী প্রার্থী দুইজন রয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি পৌরসভায় মোট ৩ লাখ ৭০ হাজার ৯১১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১৫ জন ও নারী ভোটার এক লাখ ৮৭ হাজার ৯৬ জন। সে হিসেবে ৪ হাজার ৮১টি ভোট বেশি নারীদের। সংরক্ষিত ৩১টিসহ ১২৪টি ওয়ার্ডে মোট ১৭৩টি কেন্দ্রে এক হাজার ৭৬টি কক্ষে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার নয়টি পৌরসভার মধ্যে সংরক্ষিত ৭টিসহ মোট ২৮টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত বগুড়া পৌরসভা। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৮ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২২ হাজার ৪০৫ জন ও মহিলা ভোটার এক লাখ ২৫ হাজার ৬৪৯ জন। এ পৌরসভায় ৩ হাজার ২৪৪টি নারী ভোটার বেশি। এসব ভোটার মোট ১০১টি কেন্দ্রের ৭১০টি কক্ষে তাদের ভোট দেবেন।

শিবগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৪ জন ও মহিলা ভোটার ৮ হাজার ১৬৭ জন। এসব ভোটার ৯টি কেন্দ্রের ৪৮টি বুথে ভোট দেবেন।

গাবতলী পৌরসভার সংরক্ষিত ৩টিসহ ১২টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৬৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭১৭ জন ও নারী ভোটার ৭ হাজার ৭৪৯ জন। এসব ভোটার ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ভোট দেবেন।

কাহালু পৌরসভায় মোট ভোটার ৯ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯২৭ জন ও নারী ভোটার ৪ হাজার ৯৩১ জন। ৯টি কেন্দ্রে থাকবে ৩১টি কক্ষ।

নন্দীগ্রাম পৌরসভায় ১৩ হাজার ৮৪১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ৭ হাজার ১৮৩ জন। এ পৌরসভার ৯টি কেন্দ্রে থাকছে ৪১টি কক্ষ।

শেরপুর পৌরসভায় ভোটার ২০ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১০৩ জন ও নারী ভোটার ১০ হাজার ৫৩৮ জন। এখানে ৯টি কেন্দ্র্রে ৬০টি বুথ থাকছে।

ধুনট পৌরসভার ৯ হাজার ৯১৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯০৬ জন ও নারী ভোটার ৫ হাজার ১০ জন। তারা ৯টি কেন্দ্রের ৩১টি বুথে ভোট দেবেন।

সারিয়াকান্দি পৌরসভায় ১৩ হাজার ৭৬৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫৪ জন ও নারী ভোটার ৬ হাজার ৯১৪ জন। এ পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটের বুথ থাকছে ৪০টি।

সান্তাহার পৌরসভায় ২৩ হাজার ১৭৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪২১ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৭৫৫ জন। এসব ভোটার ৯টি কেন্দ্রের ৬৬টি বুথে ভোট প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, নির্বাচন সংক্রান্ত সব ধরনের কাজ শেষের দিকে। বর্তমানে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট নিয়োগ প্রক্রিয়ার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে এসব পদে নিয়োগপত্র দেওয়া হবে।

লিমন বাসার/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।