দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরণ : আহত ৭
দিনাজপুর জেলার কাহারোল থানায় কান্তজিউ মন্দিরের পাশের মাঠে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে দর্শকদের বসার স্থানের কাছে একটি খুঁটির সঙ্গে রাখা হাতবোমার বিস্ফোরণ ঘটলে সাতজন আহত হন।
কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জাগো নিউজকে জানান, মন্দিরের পাশেই একটি মাঠে রাসমেলা চলছিল। এ মেলার যাত্রা প্যান্ডেলে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। কারা এ কাণ্ড ঘটিয়েছেন তা সনাক্ত করতে পারেনি পুলিশ।
২৫ অক্টোবর থেকে এক মাসব্যাপী এই মেলাটি শুরু হয়েছিল। এই ঘটনার পরপরই যাত্রাপালা বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে রাসমেলা চলবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকারের দাবিতে ঢাকায় একটি সমাবেশ করে।
এমদাদুল হক/এমজেড/এমএস