সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান


প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫

জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহাসমাবেশে এ আহ্বান জানানো হয়।

নেতারা বলেন, সংখ্যালঘুদের সাংবিধানিকভাবে ক্ষমতায়ন করতে হবে। এটা সংখ্যালঘুদের অধিকার। অধিকার থেকে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না।

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সিআর দত্ত। বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, খ্রিষ্টান অ্যাসোশিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, ড. জিলা বোধি ভিক্ষু প্রমুখ। পার্বত্য নেতা জ্যোতিইন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লালমার পক্ষে বক্তৃতা পাঠ করে শোনান হয়।

সমাবেশে পরিষদ ৭ দফা পেশ করে। দাবিসমূহ আগামী ৬ মাসের মধ্যে মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।