বিপিএলের আকর্ষণ বাড়াতে এলেন গেইল


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫

বিপিএলের তিন পর্বের দুটিই শেষ হয়ে গেছে ঢাকা এবং চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে ঢাকা পর্ব। তবে অর্ধেকের বেশি পথ পাড়ি দেয়া হয়ে গেলেও কেন যেন মন ভরাতে পারছিল না বিপিএল। কেন জানি শূন্য শূন্য লাগছিল, কোথাও যেন অপূর্ণতা। মূলতঃ টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আইকন ক্রিস গেইলই যে নেই এখনও এবারের বিপিএলে!

তবে আর সেই শূন্যতায় ভূগতে হবে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। কারণ ঢাকায় এসে গেছেন সংক্ষিপ্ততম ক্রিকেটের বিজ্ঞাপন গেইল। বরিশাল বুলসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ মাতাবেন তিনি। আজ বিকাল ৫টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন গেইল। এরপর কথা রয়েছে হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার।

বিপিএলের আগের দুই আসরেও ছিলেন গেইল। খেলেছিলেন ঢাকা এবং বরিশালের হয়ে। এবার আবারও বরিশালের ফ্রাঞ্চাইজি দলভূক্ত করেছে সবচেয়ে বিধ্বংসী এই ব্যাটসম্যানকে। শুধু তাই নয়, এবারের আসরে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও তিনি। কারণ, গেইলকে ম্যাচপ্রতি ফি দিতে হবে ২৮ লাখ টাকা করে।

বিপিএলের সাথে গেইলের অনেক স্মৃতি। প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে বিপিএলের মোট আট সেঞ্চুরির মধ্যে গেইলই করেছেন তিনটি। ছয় ম্যাচ খেলে ১০০.৫০ গড়ে ৪০২ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ছক্কার দিকে থেকেও সবার আগে গেইল। বিপিএলে সর্বোচ্চ ৩৮টি ছক্কার মালিক তিনি।

গেইলের আগমণে আরও দুর্বার হয়ে উঠবে বরিশাল বুলস, তাতে কোন সন্দেহ নেই। এমনিতে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল হচ্ছে বরিশাল। ৬ ম্যাচ খেলে হেরেছে মাত্র ১টিতে। বাকি ৫টিতেই জয়। যদিও পয়েন্ট টেবিলে রান রেটের হিসেবে কুমিল্লার পেছনে রয়েছে বরিশাল। দু’দলেরই পয়েন্ট ১০ করে। তবে বরিশালের চেয়ে কুমিল্লা আবার এক ম্যাচ বেশি খেলেছে।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।